বরাবর,
রেজিষ্টার/ পরীক্ষা নিয়ন্ত্রক
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
বিষয়ঃ বি.এ. (পাস) মূল সনদপত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ রহমতিয়া হোসেন, সিরাজগঞ্জ সরকারী কলেজের ১৯৯০-৯১ শিক্ষা বর্ষের বি.এ. (পাস) কোর্সের একজন ছাত্র ছিলাম। ১৯৯২ সালে বি.এ. (পাস) পরীক্ষায় ২য় শ্রেণীতে উত্তীর্ণ হই। আমার রোল নং- ১৬৩০৪ এবং রেজিঃ নং- ৫২০১। বিশেষ কারনে উক্ত পরীক্ষা পাসের মূল সনদপত্রের বিশেষ প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আবেদন উক্ত সনদপত্র প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি হয়।
বিনীত
মোঃ রহমতিয়া হোসেন
রোল নং- ১৬৩০৪
রেজিঃ নং- ৫২০১
শিক্ষা বর্ষঃ ১৯৯০-৯১
পরীক্ষার তাং- ১০/০৬/১৯৯৩
তারিখঃ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment