বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মাহফুজুর রহমানকে বাড়ি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি

 সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মাহফুজুর রহমানকে বাড়ি থেকে উচ্ছেদ প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এঘটনায় মাহফুজুর রহমান জনকে আসামী করে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলা দায়ের করেছেন (পিটিশন মামলা নাম্বার ১৬৭/২০২২) আদালত মামলাটি সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টটিকেশন (পিবিআই) কে তদন্তের আদেশ দিয়েছেন। এঘটনার পর থেকে বাদী মাহফুজুর রহমান পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সিরাজগঞ্জ-বাংলাদেশ
বাড়ী থেকে উচ্ছেদ

 

মামলার আসামীরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার আব্দুল হাই এর ছেলে আব্দুর রহিম রাসেল, সদর উপজেলার জামতৈল খিদিরপুর গ্রামের শুভ শেখের স্ত্রী আমিনা খাতুন হ্যাপি, আব্দুল হাই এর মেয়ে হাফসা খাতুন, ইসমাইল হোসেনের ছেলে শুভ শেখ, রায়গঞ্জ উপজেলার নলছিয়া সাহেবগঞ্জ গ্রামের  নাজরুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম একই গ্রামের  ছালাম শেখের ছেলে তরিকুল ইসলাম।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামীরা সন্ত্রাসী, প্রতারক, স্বার্থপর, সম্পত্তিলোভী। আসামী আব্দুর রহিম রাসেল, আমিনা খাতুন হ্যাপি হাফসা খাতুনের পিতা আব্দুল হাই এর ভিপি কেস নং-২০(সিরাজ)/৭২-৭৩ ভুক্ত ইজারাকৃত ভূমি ছিলো। উক্ত ভূমিতে আব্দুল হাই ভোগ দখলে থাকাবস্থায় সাংসারিক কাজে টাকার প্রয়োজন হওয়ায় তপশীল বর্ণিত ভূমি টাকার বিনিময়ে হস্তান্তরের ঘোষনা দিলে বাদী মাহফুজুর রহমান লাখ টাকা দরদাম ঠিক করেন। তিনশত টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে নোটারী পাবলিকের মাধ্যমে আসামী আব্দুর রহিম রাসেল, আমিনা খাতুন হ্যাপি হাফসা খাতুন লাখ টাকা গ্রহন করে বাদীর নামে লিখে দেন এবং জায়গা বুঝিয়া দেন। এর পর থেকে বাদী এই জায়গায় বসবাস শুরু করে। ২০২২ সালের ১৩ মে আসামীরা বাদীকে বাড়ি থেকে উচ্ছেদ প্রাণ নাশের হুমকী দেয়। এসময় বাদীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়।

No comments:

Post a Comment