মাঠ পর্যায়ে ইট পরীক্ষাঃ--

 

মাঠ পর্যায়ে ইট পরীক্ষাঃ--
ইটের বিবরণ আমাদের দেশে সাধারনত ৯.৫" x ৪.৫" x ২.৭৫" সাইজের ইট,যা মিলি মিটারে ( 238 x 114 x 70 ) বাংলা ইট ব্যাবহার হয়ে থাকে,এই মান PWD এর সিডিউল অনুযায়ী।মসলা সহ ১০" x ৫" x ৩" ( 250 x 125 x 76 )হয়।
ইটের প্রকারঃ ইট পাঁচ প্রকার...
১। ১ম শ্রেনীর ইট।
২। ২য় শ্রেনীর ইট।
৩। ৩য় শ্রেনীর ইট।
৪। ঝামা ইট।
৫। পিকেট ইট।
brick

 
এখন কি ভাবে আমরা মাঠ পর্যায়ে ইট পরীক্ষা করবো।যেমন আপনারা প্রথমে একটি ইট হাতে নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বে না,যদি আচর না পরে তাহলে ইট ভালো মনে করবেন।যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না।এখন আবার আপনারা একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করবেন,আঘাত করলে যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়,তাহলে বুঝতে হবে ইটটি ভালো আর না হলে ইটটি খারাপ।এখন দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়,তাহলে ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়,তাহলে মনে করবেন ইটটি ভালো।আবার পানির সাহায্য আমরা বুঝতে পারি একটি পাত্রে যদি ইটকে ভিজানো হয় এবং তা বুদবুদ সহকারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং পানি ঘোলাটে হয়,তবে এটি ভালো ইট নয়।একটি ইটটে ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা গুলোর রঙ দেখতে একই রকম হয়,তবে এটি ভালো ইট আর যদি ভিন্ন রকম হয় তাহলে ভালোনা।ইটের ধার ও কোণ গুলো সুক্ষ ও তীক্ষণো হলে বুঝতে হবে এটি ভালো ইট।ইটের পৃষ্ট মসৃন ও সমতল হলে এটি ভালো ইট।ইটের মাপ আদর্শ থাকবে, যেমনঃ (৯.৫" x ৪.৫" x ২.৭৫")
ইটের ওজন ৩.৫ কেজির বেশী হবে না।
ইটের কাজের পরিমাণ বাহির করার একক পদ্ধতিঃ
প্রতি ১০০ sft জায়গায় ইটের ৫" গাঁথুনিতে ইট লাগে = ৫০০ টি।
প্রতি ১০০ cft ইটের ১০" গাঁথুনিতে ইট লাগে = ১১৫০ টি।
প্রতি ১০০ sft জায়গাতে হেরিং বোন বন্ড করতে ইট লাগে = ৫০০ টি।
প্রতি ১০০ sft জায়গাতে সলিং করতে ইট লাগে = ৩০০ টি।
অনেকে ভুলে যায় তাই আবারো পোস্ট করে মনে করিয়ে দিলাম,কারন আজকে আমি পাবনা অনেক গুলা ব্রিক ফিল্ড পরিদর্শন করছি,তাই অনেক দিন পরে টেস্ট করছিলাম বাস্তবে আবারো আপনারাও একনজ আবার দেখে নেইন।

No comments:

Post a Comment